কাজল দে, ধূপগুড়ি


ধূপগুড়ি থেকে আংরাভাষা গামী এশিয়ান হাইওয়ের পাশে সরকারি জমি দখল করে নির্মাণ করা হয়েছে দোকান ঘর।আর এইসব জবরদখল কারিদের শনিবার দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার কথা জানিয়ে আসলেন ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি অভিজিৎ সিনহা।


শনিবার ট্রাফিক ওসি এশিয়ান হাইওয়ের পাশে গজিয়ে ওঠা দোকান গুলিতে অভিযান চালান সেই সাথে দ্রুত সেই দোকান গুলি সরিয়ে নিতে বলা হয়।উল্লেখ্য এর আগে এশিয়ান হাইওয়ে সম্প্রসারনের জন্য রাস্তার পাশের এলাকা গুলিকে দখলমুক্ত করা হয়।

  সেই সাথে কিছু ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দেওয়া হয় এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের তরফে।ক্ষতিপূরণ পাওয়ার পরেও একশ্রেণীর ব্যাবসায়ীরা ফের রাস্তার পাশে সরকারি জমি দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।এইসব দোকান গুলি রাস্তার একদম কাছে হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।


শনিবার ট্রাফিক পুলিশের তরফে দোকান সরানোর জন্য বলে আশা হয়েছে ,যদি এই দোকান ঘর গুলো সরানো না হয় তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।