আইপিএলের ইতিহাসে প্রথম, কলকাতার হয়ে খেলতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার
সংবাদ একলব্যঃ আইপিএল শুরুর আগেই বড় চমক দিল কেকেআর। কাঁধের চোটের কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে যেতে হয়েছে ইংরেজ পেসার হ্যারি গার্নিকে (Harry Gurney)। তাঁরই পরিবর্ত হিসেবে রীতিমতো অপ্রত্যাশিতভাবে ২৯ বছর বয়সী আমেরিকান বংশোদ্ভূত ক্রিকেটার আলি খানকে (Ali Khan) দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সুতরাং, নাইটদের হাত ধরেই ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে আগমণ ঘটছে প্রথম মার্কিন ক্রিকেটারের।
প্রথমে হ্যারি গর্নির পরিবর্ত হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নেওয়ার চেষ্টা করে কেকেআর। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি না দেওয়ায় মুস্তাফিজুরকেও পাওয়া যায়নি। তাই শেষে আলি খানকে দলে নিল কেকেআর।
পাক বংশোদ্ভূত ২৯ বছর বয়সী ডানহাতি পেসারের পুরো নাম মহম্মদ এহসান আলি খান। আইপিএলে আমেরিকার প্রথম ক্রিকেটার হলেও আলি খান কিন্তু নাইটদের ঘরের ছেলে। কারণ ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) নাইটদের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের (Trinbago Knight Riders) হয়ে নিয়মিত খেলেন আলি খান। নিয়মিত ১৪০ কিমি গতিতে বোলিং করতে পারেন আলি খান। ডেথ ওভারে বিষাক্ত ইয়র্কার দেওয়াতেও জুড়ি নেই তাঁর। চলতি সিপিএলের অন্যতম সেরা বোলার তিনি। সদ্য শেষ হওয়া সিপিএলে নাইটদের জার্সিতে আট ম্যাচে আট উইকেট দখল করেছেন। ইকোনমি রেট ৭.৪৩।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-২০ লিগ খেলারও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে আলি খানের। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ ছাড়াও পাকিস্তান সুপার লিগ, আফগানিস্তান প্রিমিয়র লিগ, বাংলাদেশ প্রিমিয়র লিগ, গ্লোবাল টি-২০ কানাডা ও আবু ধাবি টি-১০ লিগে মাঠে নেমেছেন তিনি। এখন দেখার ক্রোড়পতি লীগ আইপিএলে কি ক্যারিশমা দেখান এই আমেরিকান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊