শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে মধ্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে ABTA-এর ডেপুটেশন
শচীন পাল, সংবাদ একলব্যঃ শিক্ষা সংক্রান্ত ১৮ দফা দাবিতে রাজপথে নেমে আবারও সোচ্চার হলো শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(ABTA)। মঙ্গলবার দুপুরে ABTA-এর উদ্যোগে মেদিনীপুরে মধ্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের এবিটিএ জেলা দপ্তর গোলোকপতি ভবন থেকে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা মিছিল শুরু করে, বিদ্যাসাগর মোড়, ক্ষুদিরাম মোড়, বি এড কলেজ রোড হয়ে কেরানীটোলায় মধ্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে যান।
প্রধান প্রধান যে যে দাবিতে এদিনের ডেপুটেশন তা হলো-
- পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে গনতান্ত্রিক ও বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া ফিরিয়ে আনা।
- কোরোনা আবহে বর্তমান শিক্ষাবর্ষ কমপক্ষে ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া।
- বিশেষজ্ঞদের সাথে কথা বলে অবিলম্বে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা এবং পঞ্চম থেকে নবম শ্রেণীর মূল্যায়ন ও অভীক্ষার বিজ্ঞানসম্মত নির্ঘণ্ট ঘোষণা করা।
- শিক্ষক-শিক্ষিকাদের বিষয়ভিত্তিক পর্যাপ্ত কর্মশালার ব্যবস্থা করা।
- ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা করা।
- বাণিজ্যমুখী নয়া কেন্দ্রীয় শিক্ষা নীতি বাতিল করা।
- শিক্ষাক্ষেত্রে গেরুয়া করণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ করা, এগুলি সহ মোট ১৮ দফা দাবিতে এদিনের ডেপুটেশন হয়।
মধ্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সভা হয়। সেই সভায় ডেপুটেশনের সার্বিক বিষয়বস্তু উপস্থাপন করেন ABTA-এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ। সভায় বক্তব্য রাখেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন, শিক্ষক নেতৃত্ব ব্যোমকেশ দাস প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক নেতৃত্ব বিকাশ পট্টনায়েক। সভাচলাকীন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মধ্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবী সনদ পেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন বিপদতারণ ঘোষ, ব্যোমকেশ দাস, মল্লিকা সান্যাল, রাণা ভট্টাচার্য, পাপিয়া চৌধুরী প্রমুখ।
আঞ্চলিক অধিকর্তা বিষয়গুলো তাঁর উদ্ধর্তন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে শিক্ষক নেতৃত্বকে আশ্বস্ত করেন। ডেপুটেশনে স্বাস্থ্য বিধি মেনে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী এদিনের প্রতিনিধি মূলক ডেপুটেশনে অংশ নেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊