এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চের উদ্যোগে দুই দিনব্যাপী একটি আন্তর্জালিক আলোচনা সভা
সুজাতা ঘোষ , বাগডোগরা :
শিলিগুড়ি কেন্দ্রিক বিজ্ঞানবন্ধু সংস্থা "এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চে"র উদ্যোগে দুই দিনব্যাপী একটি আন্তর্জালিক আলোচনা সভার আয়োজন করা হয় গত রবিবার ও সোমবার|
উক্ত এই সংস্থাটির মনোবিজ্ঞান শাখার পরিচালনায় প্রথম দিনের "রিফ্রেশিং মাইন্ডস" শিরোনামে আয়োজিত এই ওয়েবিনারে বক্তব্য রাখেন দুই স্বনামধন্য মনোবিদ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ড.স্বপন কুমার সরকার এবং লোরেটো কলেজের প্রাক্তন অধ্যাপিকা ড.রাজকুমারী বসু|
অধ্যাপক ড.সরকারের আলোচনার বিষয় ছিল "ছোটদের মানসিক বিকাশে অভিভাবকদের ভূমিকা" এবং ড.বসুর আলোচনার বিষয় ছিল " বয়সন্ধিকাল'এর সমস্যা ও প্রতিকার " এবং দ্বিতীয় দিনের বিষয় "সায়েন্স এক্রশ দ্য বাউন্ডারিজ্" এদিন বক্তব্য রাখেন বাণীপুরের গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশনের অধ্যাপক ড.সুভাষ চন্দ্র ভাট এবং মেদিনীপুরের বিদ্যাসাগর শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন।
রসায়নবিদ্যার অধ্যাপক ড.ভাটের আলোচনার বিষয় ছিল "দৈনন্দিন জীবনে রসায়ন বিজ্ঞানের প্রয়োগ বৃদ্ধি" এবং ড.সেনের আলোচনার বিষয় ছিল "পদার্থ বিজ্ঞানের চোখে পৃথিবী"। উভয়েই প্রাঞ্জল ভাষায় এবং সবিস্তারে নিজ নিজ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, যা প্রতিটি ছাত্রছাত্রীর বহু জিজ্ঞাস্য প্রশ্নের সদর্থক উত্তরসূত্র হিসাবে তাদেরকে এই দামাল সময়েও সুস্থ ও স্বাভাবিক বিকাশের গতিতে চঞ্চল থাকতে সাহায্য করবে এমনটাই আশা করছেন সভায় উপস্থিত সকলে ; কারণ এদিনের আলোচনা সভায় নবম ও দশম শ্রেণীর প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রথম দিনের সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সচিব ড. প্রণব কৃষ্ণ চন্দ মহাশয় এবং দ্বিতীয় দিনে স্বাগত বক্তব্য রাখেন ড.নীতা মিত্র | প্রথম দিনে অনুষ্ঠানের সূত্র বেঁধে দেন সংস্থার সহ-সভাপতি ড.নীতা মিত্র, উনার আলোচনার বিষয় ছিলো "ছাত্র জীবনের বিভিন্ন সমস্যার দিক ও আত্মপরিচয়ের দ্বন্দ্ব"| এছাড়াও দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন সভার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নিত্যগোপাল মন্ডল মহাশয়।
প্রথম দিনের ওয়েবিনার শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংস্থার সদস্যা ড. রাতুলা মুখার্জী পাল দ্বিতীয় দিনে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন সংস্থার কোষাধ্যক্ষ শ্রী সৌমিক পাল মহাশয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংস্থার অনুজ সদস্যা প্রিয়াঙ্কা মিত্র|
জানা গেছে উক্ত এই আলোচনা সভায় যেমন শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন তেমনি একাধিক বিদ্যালয়ের সন্মানীয় শিক্ষক - শিক্ষিকারাও সক্রিয় অংশগ্রহণ করেছেন|
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊