মুর্শিদাবাদে কংগ্রেসে যোগদান বিভিন্ন রাজনৈতিক দলের ৬০০ জন নেতাকর্মীর


রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদঃ বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় ফের শক্তি বৃদ্ধি করল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৬০০ জন নেতাকর্মী কংগ্রেসে যোগদান করেন।

এদিন লালবাগ শহর, ডোমকল ব্লক, বেলডাঙা ১ নম্বর ব্লক ও বেলডাঙ্গা ২ নম্বর ব্লক থেকে আসা যোগদানকারিদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী।