Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেশের অন্তত ২৭০০ হাতি পাচ্ছে ’আধার কার্ড‘


 

দেশের অন্তত ২৭০০ হাতি পাচ্ছে ’আধার কার্ড‘



দেশের বিভিন্ন প্রান্তে একাধিক বার হাতির ওপর অত্যাচারের খবর প্রকাশ্যে আসে। সম্প্রতি কেরলে হাতির ওপর অত্যাচারের কথা প্রকাশ্যে এসেছে। এই ঘটনার আলোড়ন ছড়িয়ে পড়েছে সারা দেশেই। আগামিদেনে যেন এরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর দিয়েই এবার ২৭০০ হাতিকে দেওয়া হচ্ছে আধার কার্ড। 



চিড়িয়াখানা, সার্কাস বা কোনও ক্যাম্পে থাকা হাতিদের আধার কার্ড দেওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। প্রশাসনের দাবি, এর ফলে কুনকি হাতিগুলিকে চিহ্নিত করা সহজ হবে এবং তাদের উপর যে কোনও ধরনের হিংসাত্মক ঘটনা রোখা যাবে।



খুব শীঘ্রই দেশের ২৭০০ কুনকি হাতিকে আধার কার্ড দেওয়ার প্রকল্প আরম্ভ হবে বলে খবর। হাতিগুলির রক্ত ও মলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গেছে সূত্র মারফত। 



প্রোজেক্ট এলিফ্যান্টের ডিরেক্টর নোয়েল টমাস জানিয়েছেন, প্রতিটি হাতিকে অনেকটা আধার কার্ডের মতো একটি করে কার্ড দেওয়া হবে। হাতিগুলির ডিএনএ-র ভিত্তিতে তা তৈরি করা হবে সেই কার্ড। 



তাঁর কথায়, ’’জেনেরিক ম্যাপিংয়ে নির্দিষ্ট কোনও ব্যক্তিকে হাতির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হবে। কাদের নিয়ন্ত্রণে হাতিগুলি থাকবে তা রাজ্যের বন্যপ্রাণ দফতরের প্রধান অনুমোদন করবেন। ওই কার্ডের মাধ্যমে নিশ্চিত করা যাবে, সব বন্দি হাতি রাজ্য বন দফতরের নিয়ন্ত্রণাধীন রয়েছে এবং হাতির উপরে অত্যাচারের ঘটনাও কমবে।‘‘



টমাসের মতে, জেনেরিক ম্যাপিংয়ের ফলে হাতিগুলির অবস্থান সহজে জানা যাবে এবং তাদের খাবার ও চিকিৎসা নিশ্চিত করাও সম্ভব হবে।২০১৮ সালে প্রথম জেনেরিক ম্যাপিং শুরু হয়েছিল কেরলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code