রাজ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা জানালো হাওয়া অফিস 


বুধবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। তৈরি হতে পারে নিম্নচাপ। চলতি সপ্তাহের মাঝামাঝি রাজ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বাড়বে বৃষ্টি। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।



উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় দু’এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।