Latest News

6/recent/ticker-posts

Ad Code

ট্রাক ভর্তি অবৈধ মদ সহ দুইজন গ্রেফতার


ট্রাক ভর্তি অবৈধ মদ সহ দুইজন গ্রেফতার

নাগরকাটা :


শনিবার সকালে নাগরাকাটার ভানু মোড়ে নাকা চেকিং করতে গিয়ে ট্রাক ভর্তি অবৈধ মদ সহ দুইজনকে গ্রেফতার করল নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন। ঐ ট্রাকটিকেও বাজোয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জু বাবু। 


মোট ১০৫ কার্টুন মদ উদ্ধার করা হয়। গ্রেফতার হয় দুইজন চালক ও খালাসি। সানা সিং ও লিলা গোগোই নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সানার বাড়ি আসামের কার্বিয়ান লং এলাকায়। লিলার বাড়ি আসামের গোলাঘাটে। 


জানা গিয়েছে গাড়িটা আসাম থেকে বিহার যাচ্ছিল পাচারের উদ্দেশ্যে। দশটার সময় ভানুমোড় এলাকায় নাকা চেকিং চলছিল। এরপর ট্রাকটিকে চেকিং করতেই ধরা পড়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code