করোনা সংক্রমণে বিধ্বস্ত বিশ্ব। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ ঘরে ফিরতে উদ্যোগী হয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে গণ পরিবহণে যাতায়ত করা খুবই ঝুঁকির হলেও ভরসা গণ পরিবহন বিমানই। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হল আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা Emirates Airline। তাদের বিমানে যাত্রার সময় কোনও যাত্রী করোনায় আক্রান্ত হলে তাঁর চিকিৎসার খরচ দেবে এই সংস্থা!
এই আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা জানিয়েছে, যাত্রার সময় কোনও যাত্রী করোনায় আক্রান্ত হলে তাঁর চিকিৎসার খরচ বাবদ ১ লক্ষ ৭৬ হাজার ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা) পর্যন্ত দেবে Emirates Airline। পাশাপাশি, মৃদু উপসর্গযুক্ত করোনা আক্রান্ত যাত্রীদের ক্ষেত্রে হোটেলে কোয়ারেন্টাইনে থাকার খরচ বাবদ প্রতিদিন ১১৮ ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ৮ হাজার ৮০০ টাকা) করে দেবে সংস্থা।
শর্তগুলি Emirates Airline-এর টিকিট কেটে বিমানে ওঠার পর ৩১ দিন পর্যন্ত প্রযোজ্য হবে। ৩১ দিনের মধ্যে কোনও যাত্রীর করোনায় মৃত্যু হলেও তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ১,৭৬৫ ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ১ লক্ষ ৩২ হাজার টাকা) দেবে Emirates Airline। তবে করোনা পরীক্ষার জন্য যে খরচ হবে, তা দিতে হবে ওই যাত্রীকেই। রিপোর্ট পজেটিভ হলে ওই রিপোর্ট নিয়ে এই খরচের অনুমোদন পেতে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে যাত্রীকে।যাত্রীরা ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊