রেপো রেট ও রিভার্স রেপো রেট জানালো RBI
রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত থাকছে বলেই জানালো আরবিআই। বৃহস্পতিবার ছয় সদস্যের মনেটারি পলিসি কমিটির তিন দিনের বৈঠকের পরে এই ঘোষণা করেন গভর্নর শক্তিকান্ত দাস। মনেটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে বলেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানান তিনি। পাশাপাশি,রিভার্স রেপো রেট অপরিবর্তিত থাকছে বলেও জানান।
আরবিআইয়ের গভর্নর বলেছেন, মনেটারি পলিসি কমিটি আশা করছে যে জুলাই-সেপ্টেম্বর সময়কালে মুদ্রাস্ফীতি বাড়া থাকবে এবং চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে কমবে। যতদিন না মুদ্রাস্ফীতি কমানো যাচ্ছে বৃদ্ধির হার পুনরুদ্ধার এবং মহামারীর প্রভাব কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে আরবিআই।
তিনি আরও বলেন, আরবিআই সম্ভবত বিশ্বের একমাত্র কেন্দ্রীয় ব্যাঙ্ক যারা এই মহামারীর মধ্যেই কাজ চালিয়ে যেতে বিশেষ কোয়ারান্টিন ব্যবস্থা তৈরি করেছে।
রেপো রেট ৪ শতাংশ ও রিভার্স রেপো রেট ৩.৩ শতাংশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊