কোহলি আর সিংহের মধ্যে পার্থক্য কি ? চাহালের হাস্যকর ট্যুইট
SANGBAD EKALAVYA:
লকডাউনে কয়েকমাস থেকে খেলাধুলা বন্ধ। কোনো টুর্ণামেন্ট পিছিয়ে গিয়েছে তো কোনটা বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্রীড়া ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়াতে হাসিঠাট্টা করে সময় কাটাচ্ছেন। সম্প্রতি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে যজুবেন্দ্র চাহাল যা লিখলেন তাতে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরু (আরবিসি) এর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে দলের ক্যাপ্টেন বিরাট কোহালি এবং একটি সিংহের ছবি পাশাপাশি পোস্ট করে। সিংহের সঙ্গে বিরাটের তুলনা করে লেখা হয়, 'দু'টি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করুন, কারণ আমরা খুঁজে পাচ্ছি না'। রীতিমতো ভাইরাল হয় পোস্টটি। তবে সবকিছু ছাপিয়ে যায় যখন এই প্রশ্নের উত্তর দেন যজুবেন্দ্র চাহাল। ভারতীয় দল ও রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরু দলের বিরাটের সতীর্থ চাহাল উত্তরে লেখেন, 'প্রথম ছবিটি পোশাক সহ, আর দ্বিতীয়টি পোশাক ছাড়া'।
চাহালের এই কমেন্টের পড়ি অন্য মাত্রা পে পোস্টটি। হু হু করে বাড়তে থাকে লাইক, কমেন্ট এর সংখ্যা।
Spot the differences, because we are not able to. 🦁 #PlayBold #WorldLionDay pic.twitter.com/dtzy759lyG
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 10, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊