ইউজিসি-র বিধি বদলাতে পারে না কোনও রাজ্য। পরীক্ষা বাতিল পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত করে না, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র। আগামী শুক্রবার ফের এই সংক্রান্ত শুনানি।


ওয়েবডেস্কঃ 

ফের নতুন তারিখ। সোমবারেও হল না কলেজ বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষার মীমাংসা। করোনা আবহে বন্ধ স্কুল কলেজ সব কিছুই। ফলে বাতিল হয়েছে বহু পরীক্ষা। কিন্তু, ৬ই জুলাই ইউজিসি বিশ্ববিদ্যালয়ের কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা ৩০শে সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু পশ্চিমবঙ্গ, দিল্লী, মহারাষ্ট্রের মতো বেশ কিছু রাজ্য কোভিড পরিস্থিতিতে পরীক্ষা নিতে নারাজ। এনিয়ে সরব হয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে কেন্দ্রকে চিঠিও লিখেছেন। 



পাশাপাশি, পরীক্ষা নিয়ে ৩১জন পড়ুয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। সোমবার ছিল তাঁর শুনানি। শুনানিতে, কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান ইউজিসি-র বিধি বদলাতে পারে না কোনও রাজ্য। পরীক্ষা বাতিল পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত করে না। 


আগামী শুক্রবার ফের এই সংক্রান্ত শুনানি। কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। শুক্রবারই হয়তো চুড়ান্ত সিদ্ধান্ত হবে।