আগামী সেপ্টেম্বর মাস জুড়েও নাকি বন্ধ থাকবে স্কুল ও কলেজ, এমনই এক নির্দেশিকা জারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রক। তথাপি এই পরিস্থিতিতে ইউজিসির নির্দেশ মেনে রাজ্যগুলিকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ব্যবস্থা করতে হচ্ছে। উক্ত নির্দেশিকা দিয়েও সেপ্টেম্বরেই কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ করতে বলায় কেন্দ্রের দিকে তাকিয়ে সমালোচোনা করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
আনলক-৪ শুরু হচ্ছে মঙ্গলবার থেকেই । স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে নির্দেশিকায় জানানো হয়, সেপ্টেম্বর মাস জুড়েও বন্ধ থাকবে স্কুল ও কলেজ।
এদিকে, সেপ্টেম্বরেই পরীক্ষা শেষ করতে হবে বলে নির্দেশিকা দিয়েছে ইউজিসি। এই বিষয়টি নিয়েই কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।
টুইটে করে তিনি লিখেছেন, ‘‘কেন্দ্র বলছে সেপ্টেম্বরেই কলেজ,বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ করতে হবে। অথচ ২১ সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠানই খুলবে না। কেন্দ্রের বাস্তব বিবেচনা বলে কিছু কি আছে? একমুখে নানান বিভ্রান্তির কথা।’’
কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য ছাত্রছাত্রীদের স্বার্থে আঘাত লাগতে পারে বলেও আশঙ্কা করছেন বাম নেতা। কেন্দ্রকে নিশানা করে তিনি আবারও টুইট করে লেখেন, ‘‘ পাগলামোর চূড়ান্ত। ওদের অপদার্থতায় ছাত্রছাত্রীদের ভুগতে হবে নাকি? মানা যায় না।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊