Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর ছবি কান্ডে প্রতিবাদে সামিল শিলিগুড়ির এস.এফ.আই

স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর ছবি কান্ডে প্রতিবাদে সামিল  শিলিগুড়ির এস.এফ.আই



সুজাতা ঘোষ , বাগডোগরা :

     গত দুই তিন বছর ধরেই দর্শকদের মধ্যে ওয়েব সিরিজ দেখার প্রবণতা হঠাৎ করে বেড়ে গিয়েছে। অ্যামাজন, জি- ফাইভ, নেটফ্লিক্স সবেতেই ওয়েব সিরিজের রমরমা ।‌আর ইতিমধ্যেই ভারতবর্ষের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জি ফাইভে মুক্তি পেয়েছে 'অভয় ২' ওয়েব সিরিজ।আর এই ওয়েব সিরিজের একটি দৃশ্যে জেলের ওয়ান্টেড অপরাধীর তালিকায় রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর ছবি । একজন স্বাধীনতা সংগ্রামীর এইভাবে অপমান মেনে নিতে না পেরে প্রতিবাদে গর্জে উঠেছে সারা বাংলা। আর সেই প্রতিবাদে সামিল হয়েছে শিলিগুড়ির এস.এফ.আই- এর একটি লোকাল কমিটি ।


গতকাল শিলিগুড়ি ডাব গ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে শিবরামপল্লীতে ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে প্রতিবাদ মিছিল করলেন এই কমিটির সদস্যরা। এই কমিটির সম্পাদক গোপাল পাল জানান - 'ক্ষুদিরাম বসুর প্রতি এই ধরনের অবমাননা আমরা সহ্য করতে পারছি না, অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code