আগামী বিধানসভা নির্বাচনকে পাখীর চোখ করতে এস সি. ও বি.সি দপ্তরের বৈঠক


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান


আগামী বিধানসভা নির্বাচনকে পাখীর চোখ করতে বর্ধমান ভবনে বৈঠক সারলেন এস সি. ও বি.সি দপ্তরের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামাণিক। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, বিধায়ক নিশীথ মালিক, নেপাল ঘুড়ুই, সহ এস সি, ও বি সি দপ্তরের রাজ্য কমিটির সদস্যরা।



বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সহ সভাধিপতি দেবু টুডু বলেন ২০১১ সালের আগে পশ্চিমবাংলায় এসসি ওবিসি দের কোন অধিকার ছিল না। ২০১১ সালের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এস সি, ওবিসি দের অধিকার ফিরিয়ে দিয়েছে। আমাদের এই অধিকার কে সঙ্গে নিয়ে আমাদের কে আরো শক্তিশালী হতে হবে। গত লোকসভা নির্বাচনে কোথায় কোথায় আমরা পিছিয়ে পড়েছিলাম সেই সমস্ত বুথস্তরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে।পিছিয়ে পড়া আদিবাসী মানুষদের সাথে কথা বলতে হবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে সকলের কাছে পৌঁছে দিতে হবে বলে জানান দেবু টুডু। সহ সভাধিপতি আরো বলেন মানুষের চলার পথে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার সংশোধন করে নিতে হবে। মানুষের কাজের জন্য নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান দেবু টুডু। এখানে আমরা কেউ নেতা নয় সবাই কর্মীর আমাদের নেত্রী একটাই মমতা বন্দ্যোপাধ্যায় ।বাংলায় কোন রাজনীতি দলের অস্তিত্ব নেই আগামী দিনেও থাকবে না।



এস সি, ও বিসি দপ্তরের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামাণিক বলেন এসি ওবিসি সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই মিটিং ।প্রতিদিনই আমাদের উন্নয়নমূলক কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।প্রত্যেকটি কর্মসূচি রাজ্যের কোন না কোন শ্রেণীর মানুষের জন্য উন্নয়নমূলক কাজ ।কন্যাশ্রীর যুবশ্রী সবুজ সাথী কার্ডের সাহায্যে মানুষ উপকৃত হচ্ছেন ।পৃথিবী এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায়ই একটি রাজ্য যেখানে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা হয় বলে জানান উজ্জ্বল প্রামাণিক।