সুরশ্রী রায় চৌধুরী

কিছুদিন আগে উত্তরাখণ্ডের নৈনিতালে রেড কোরাল কোকা কুকড়ি সাপের দেখা মিলেছিল। গত চল্লিশ বছর পর এই সাপের দেখা মিলল। 1936 সালে শেষবার উত্তরপ্রদেশে এই  সাপ দেখা গিয়েছিল। এদের দাঁত অনেকটা গোর্খাদের কুকরির মতো বাঁকানো বলে চলতি ভাষায় একে কুকড়ি বলা হয়।

 বনদপ্তর এ খবর গেলে গৌলা ফরেস্ট রেঞ্জের একটি টিম এসে সাপটিকে  উদ্ধার করে। 

এবার বিরল প্রজাতির সাপের দেখা মিলল ওড়িশায়।




এই সাপ মাটিতে চলার পাশাপাশি আকাশে উড়তে ও পারে। হ্যা এই উড়ন্ত সাপের দেখা মিলছে ওড়িশায়। ওড়িশার ভুবনেশ্বরের এক তরুণ এই উড়ন্ত সাপ  দেখিয়ে অর্থ উপার্জন করতো। সম্প্রতি ওই তরুনের কাছ থেকে বনদপ্তর এই সাপটিকে উদ্ধার করেছে। বনদপ্তর এর নিয়ম অনুযায়ী কোনো বন্য জিনিস রাখা বা রোজগার করা একেবারেই নিষিদ্ধ। এই বিরল প্রজাতির সাপটি ছেলেটির কাছ থেকে উদ্ধার করতেই বনদপ্তর এর কর্মীরা সাপটিকে বনে ছেড়ে দিয়ে এসেছেন। কিন্তু কিভাবে এই উড়ন্ত সাপ ব্যাক্তির কাছে এল তা নিয়ে উঠেছে প্রশ্ন। সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে এই উড়ন্ত সাপের দেখা মেলে।