আলিপুরদুয়ারে শুরু হতে চলেছে রেপিড এন্টিজেন টেস্ট


নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ 

এবার আলিপুরদুয়ারে শুরু হতে চলেছে রেপিড এন্টিজেন টেস্ট। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর,পুরসভা ৮ নং ওয়ার্ডের সূর্যনগর ক্লাবের সহযোগিতায় ২৯শে আগস্ট জেলায় প্রথম এন্টিজেন টেস্টের ক্যাম্প আয়োজন করা হবে। এন্টিজেন টেস্টে একসঙ্গে ১০ জনের পরীক্ষা করা সম্ভব বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ এবং এই পরীক্ষার ফল ৪০ মিনিটের মধ্যে পাওয়া যায় বলে খবর। এই প্রকার টেস্ট শুরু হলে করোনা আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া যাবে বলে জানান স্বাস্থ্য দপ্তর।



অন্যদিকে আলিপুরদুয়ার জেলার করোনার সার্বিক পরিস্থিতি আগের থেকে ভালো,এমনটাই জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।শুক্রবার এই খবর লেখা পর্যন্ত জেলায় হোম আইসলেশন রয়েছে ৩৫০ জন।সরকারি সেফ হোমে রয়েছেন ৭০ জন।তপসিখাতায় কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত ৫০৫ জনের মধ্যে ৪০৭ জন ইতিমধ্যেইববাড়ি ফিরেছেন বলে সূত্রের খবর।এখনও ৪৬৭ টি একটিভ করোনা কেস রয়েছে জেলায় বলে জানা যায়।সুস্থতার হার বাড়ায় কিছুটা আশার আলো দেখছে স্বাস্থ্য বিভাগ।



জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অতিমারীর সাথে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে জেলা জুড়ে।পাশাপাশি লকডাউন হোক কিংবা টেস্ট করতে এগিয়ে আসছেন সাধারণ মানুষও।জেলার প্রতিটি মানুষের এই সোহযোদ্ধা হয়ে এগিয়ে আসায় সকলকে কুর্নিশ জানান বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী।প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুরু হতে চলা এই এন্টিজেন টেস্টে জেলার সকল মানুষ উপকৃত হবে বলে জানান বিধায়ক।


জেলা শহর আলিপুরদুয়ারের পাশাপাশি পরবর্তী সময়ে প্রয়জনীয়তা অনুযায়ি গ্রামে গ্রামে রেপিড এন্টিজেন টেস্ট করা হবে বলে জানান তিনি।সৌরভ বাবু আরও জানান ইতিমধ্যে জেলায় প্রায় ২৮ হাজার মানুষের টেস্ট করা হয়েছে।