Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার, অবস্থা সংকটজনক !



প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার, অবস্থা সংকটজনক ! 

সংবাদ একলব্য, ওয়েবডেস্কঃ 

সোমাবার নিজেই টুইট করে করোনা আক্রান্তের কথা জানান দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়। রবিবার রাতে বাথরুমে পড়ে মাথায় আঘাত ও ডান হাতে আঘাত পেলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হলে কোভিড টেস্ট করালে তাঁর করোনা পজিটিভ আসে। যদিও, কোনও উপসর্গ ছিল না তাঁর। 


সোমবার রাতে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছে, মাথায় রক্তক্ষরণ বয়েছে। ভেন্টিলেশনে রয়েছেন। ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। এদিকে, পরিবার সূত্রে খবর, আপাতত স্থিতিশীল হলেও পুরোপুরি বিপদমুক্ত নন প্রাক্তন রাষ্ট্রপতি। 


প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী এবং বাম ও কংগ্রেস নেতৃত্ব। সনিয়া গান্ধী- রাহুল গান্ধীরাও প্রাক্তন রাষ্ট্রপতির খোঁজ নিয়েছেন বলেই জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code