প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ ই আগস্ট, বৃহস্পতিবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে "স্বচ্ছ কর আদায় - সৎ সম্মান" (Transparent Taxation – Honoring the Honest”) শীর্ষক একটি প্ল্যাটফর্ম চালু করবেন । এই প্ল্যাটফর্ম সৎ কর দাতাদের উপকৃত করবে বলে জানানো হয়েছে। আরও পড়ুনঃ  কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?





প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই আজ তাঁর টুইটার হ্যান্ডেলে সেকথা জানিয়ে টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন- 

"বৃহস্পতিবার, ১৩ আগস্ট সকাল ১১ টায়, "স্বচ্ছ কর আদায় - সৎ সম্মান" (Transparent Taxation – Honoring the Honest”) শীর্ষক প্ল্যাটফর্ম চালু করা হবে। এটি আমাদের কর ব্যবস্থার সংস্কার ও সরলকরণের আমাদের প্রয়াসগুলিকে শক্তি যোগাবে । এটি সৎ করদাতাকে উপকৃত করবে, যাদের কঠোর পরিশ্রম জাতীয় অগ্রগতির পক্ষে হিতকর।"