নিজস্ব সংবাদদাতা, আটিয়াবাড়ি, দিনহাটা:

গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দিনহাটা মহকুমার বড় আটিয়াবাড়ী ১নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতা সোলেমান মিয়া। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় ১টা নাগাদ মোটরসাইকেলে করে যাতায়তের সময় জোড় পাকুড়ি হাই স্কুল পার করে কাঠ চেরাই মেইলের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাঠের লকের লরির পিছনে ধাক্কা মারেন। মাথায় ঘোরতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় কিছুক্ষন রাস্তায় পড়ে থাকে। 



পরে, খবর পেয়ে ছুটে যায় দমকল। দমকল কর্মীদের তৎপ‍রতায় দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষে হয়নি। জানা যাচ্ছে তার আনুমানিক বয়স ৪৫বছর। 

এদিন, এই তৃণমূল নেতার শেষ যাত্রায় সামিল হয়েছে মানুষ। পার্টি অফিস থেকে বাজার সর্বত্র শেষ দেখা দেখতে হাজির হন এলাকাবাসিসহ দূর দুরান্তের নেতা কর্মীরা। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা শ্রদ্ধাজ্ঞাপন করেন।