পোস্তের দানার উপর ভারতের জাতীয় পতাকা এঁকে তাক লাগালো  বলরাম



তানি দত্ত, রায়গঞ্জঃ পোস্তের দানার উপর ভারতের জাতীয় পতাকা এঁকে তাক লাগালো রায়গঞ্জের বলরাম। 

খালি চোখে ১ মিলিমিটার বাই ১ মিলিমিটার সাইজের একটি পোস্তের দানার উপর জাতীয় পতাকা এঁকে ভারতের সবথেকে ছোট পতাকা আঁকার নজির গড়ল সে। 


ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকেও বলরামের এই কৃতিত্বকে মান্যতা দিয়েছে বলে জানিয়েছেন বলরাম সরকার। 

ছেলের এই কাজে গর্বিত মা অনিমা সরকার।