Latest News

6/recent/ticker-posts

Ad Code

আর্থিক সংকটের মধ্যেও পশ্চিম বঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির ময়না ব্লক কমিটির মানবিক মুখ



আর্থিক সংকটের মধ্যেও পশ্চিম বঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির ময়না ব্লক কমিটির মানবিক মুখ

সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুরঃ 

করোনার গ্রাস বিশ্বের প্রতিটি দেশে চলেছে আর্থিক মন্দা। এর আঁচ পড়েছে ভারতবর্ষেও। ভারতবর্ষের ক্ষেতমজুর,দিনমজুর,শ্রমজীবী মানুষ থেকে গৃহ শিক্ষক পরিবার আজ অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এমনই আর্থিক সংকটের মধ্য দিয়েও এই সংগঠনের ময়না ব্লক কমিটি সমাজ কল্যাণে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ত্রান তহবিল সাহায্য করে মানবিক মুখের পরিচয় দিয়ে চলেছে।


আজ ভারতবর্ষের ৭৪তম স্বাধীনতা দিবসে ময়না ব্লকের গৃহ শিক্ষকরা ময়নার বিভিন্ন অঞ্চলের দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রী দের বই, খাতা ,পেন, চারা গাছ ও আর্থিক সাহায্য করে সমাজ কল্যাণের নজির গড়েছেন। এমন কি ঐ সব ছাত্র ছাত্রী দের সারা বছর পড়াশুনার খরচ দেওয়ারও আশ্বাস দিয়েছেন ময়না গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভপতি তাপস সাহু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code