Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষকদের পাশে থাকতে হবে কর্মীদের নির্দেশ তৃণমূল কংগ্রেসের কিষান সেলের সভাপতি আব্দুল মাতিনের


কৃষকদের পাশে থাকতে হবে কর্মীদের নির্দেশ তৃণমূল কংগ্রেসের  কিষান সেলের সভাপতি আব্দুল মাতিনের 


মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে  কিষান সেলের নেতৃত্বে ডোমকল টাউন ও ব্লকে   কিষান সেলের সভাপতি শফিউল ইসলাম এর উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলও গতকাল ।


সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার কিষান সেলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল মাতিন সাহেব এবং মুর্শিদাবাদ জেলার কিষান সেলের সহ-সভাপতি মুনতাজ আলী, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মন্ডল ও ব্লকের হাজিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য তজুমুদ্দিন খান, সহ কিষান সেলের শফিউল ইসলাম আরো তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট কর্মী বৃন্দ উপস্থিত হয়েছিলেন এ সভায়।

আব্দুল মাতিন সাহেব বলেন "ডোমকল টাউন ও ব্লক এর নেতৃত্বে শাখা সংগঠন এর ভালো সাড়া পেলাম এবং আমাদের শাখা সংগঠন এর সমস্ত বিষয়ে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় কামরুজ্জামান মণ্ডল মহাশয় সেজন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ ।

তিনি আরো বলেন ডোমকল থেকে আমরা শাখা সংগঠন কে শক্তিশালী করে জেলাতে তুলব এবং কিষান খেতমজুর মানুষদের সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেব। 

কর্মীদের উদ্দেশ্যে বলেন সাধারণ মানুষের পাশে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে বিশেষ করে কৃষকদের পাশে থাকতে হবে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code