Latest News

6/recent/ticker-posts

Ad Code

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষ স্থানে ভারত


দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষ স্থানে ভারত

দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। প্রতিদিন নিজের রেকর্ড নিজেই ভেঙে চলছে করোনা। গত কয়েকদিন ধরে ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু পিছোনে ফেলে দিয়েছে আমেরিকা ও ব্রাজিলকেও। 


গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬২২জন। ব্রাজিলে ১৭ হাজার ৯৮৮ জন, ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫০ জন। পাশাপাশি, মৃতের সংখ্যাও ভারতে শীর্ষে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৫৬৮ জনের, ব্রাজিলে ৫৭২ জনের, ভারতে মৃত্যু হয়েছে ৮০৩ জনের। 


বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৫৫ হাজার ৭৪৫ জন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ২৭ লক্ষ ৫০ হাজার ও প্রথম স্থানে থাকা আমেরিকাতে ৪৭ লক্ষ ১৩ হাজার।করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে এই মুহূর্তে পঞ্চম স্থানে ভারত।


ভারতে একদিনে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৩০৬ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪০ হাজার ৫৭৪। দেশে মোট সুস্থ ১২ লক্ষ ৩০ হাজার ৫০৯। 


দেশে করোনায় মোট মৃত্যুর নিরিখে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। তৃতীয় স্থানে দিল্লি। চতুর্থ স্থানে কর্ণাটক। পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code