বাড়িতে বসেই DIGITAL RATION CARD বানাতে পারবেন খুব সহজেই
রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী তুলবেন না। কিন্তু একটি ‘স্মার্ট কার্ড’ প্রয়োজন। এমন দাবি রয়েছে রাজ্যের বিত্তশালী মানুষদের। রেশন কার্ডকে একটি পরিচয়পত্র হিসাবে রাখতে চান তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধানসভায় সর্বদল বৈঠকে স্বচ্ছল নাগরিকদের ডিজিটাল রেশন কার্ড প্রদানের বিষয়ে প্রস্তাব নেওয়া হয়। সেই মতো খাদ্য দপ্তর ১০ নম্বর ফর্ম চালু করছে। এই কার্ডে নাম, ঠিকানা ছাড়াও জন্ম তারিখ উল্লেখ থাকবে বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য মনে করছে রেশন কার্ডকে এখন দু’টি দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। যাঁরা গণবণ্টন ব্যবস্থার সুযোগ পেতে চান তাঁদের রেশন কার্ডের প্রয়োজন একটি কারণে। যাঁরা পরিচয়পত্র হিসেবে রেশন কার্ডকে ব্যবহার করতে চান তাঁদের প্রয়োজন এক ধরনের।আরও পড়ুনঃ কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?
পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ইতিহাসে এই প্রথম রেশন কার্ডের আবেদন অনলাইনে জমা করার সুযোগ দেওয়া হচ্ছে। দপ্তর জানিয়েছে, www.wbpds.gov.in সাইটে গিয়ে ১০ নম্বর ফর্ম ডাউনলোড করা যাবে। ফর্ম পূরণ করে তা হাতেহাতে জমা দেওয়ার পাশাপাশি পুরো পর্বটি কম্পিউটারে বা মোবাইলেই সেরে নেওয়ার সুযোগ থাকছে।
এখন আসুন জেনেনেই কীভাবে অনলাইনে বাড়িতে বসেই ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে হবে।
প্রথমে https://www.wbpds.gov.in/ এই সাইটে যেতে হবে।
সাইটে গিয়ে নীচের লিঙ্কটি দেখতে পাবেন সেখানে বা এখান থেকেই সরাসরি যেতে পারেন।
Click here to apply online for Non-Subsidised Ration Card
or Conversion to Non-Subsidised Ration Card
নতুন যে পেজটি ওপেন হবে সেখানে নিজের মোবাইল নাম্বার টি VALIDATE করে নিতে হবে। এরজন্য আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি otp আসবে , সেই OTP দিয়ে VALIDATE করে নিতে হবে।
VALIDATE হয়ে যাওয়ার পর নতুন একটি পেজ OPEN হবে। এখানে দুটো OPTION থাকবে। যদি ইতিমধ্যে আপনার রেশন কার্ড হয়ে থাকে এবং আপনি ভর্তুকি হীন ডিজিটাল রেশন পেতে চান তবে প্রথম অপশনটিতে ক্লিক করুন। আর আপনার যদি রেশন কার্ড না থাকে , আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তবে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করুন।
এরপর একটা অনলাইন ফর্ম OPEN হবে। এখানে DROPDOWN MENU থেকে আপনার সমস্ত তথ্য দিতে হবে । দুই ক্ষেত্রেই প্রায় একই ধরনের তথ্য প্রয়োজন, তবে দ্বিতীয়টির ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে ফ্যামেলি মেম্বার এর নাম নথিভুক্ত করতে হবে যথাযথ ভাবে।
এইভাবে আপনি বাড়িতে বসেই DIGITAL RATION CARD বানাতে পারবেন খুব সহজেই। বিস্তারিত জানতে PDF download করে নিন। আরও পড়ুনঃ কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊