চলন্ত বাইকে আগুন, চাঞ্চল্য ৩১ নম্বর জাতীয় সড়কে

কাজল দে, সংবাদ একলব্যঃ  নাগরাকাটা ব্লকের লুকসান এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে চলন্ত বাইকে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই যুবক বাইকে করে নাগরাকাটা থেকে বানারহাটের দিকে যাচ্ছিল। সেইসময় হঠাৎ করে বাইকে আগুন লেগে যায়। যদিও বাইক আরোহী দুই যুবক কোনক্রমে প্রাণে বাঁচেন। তবে আগুনে বাইকটি পুরোপুরি ভস্মীভূত হয়।



খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। বাইকটিতে কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে বাইকে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে নাগড়াকাটা থানার পুলিশ। বাইকের মালিকের খোঁজ চালানো হচ্ছে।