গতকাল টুইট করে নিজেই জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়-  

" অন্য চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। করোনা-পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি, সেলফ আইসোলেশনে থাকুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন। "


সংবাদ একলব্যঃ 

বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় মাথায় অস্ত্রোপচার করতে হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের। মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। আজ সন্ধ্যায় আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতালের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল, তা বের করতে ১০ অগস্ট, সোমবার জরুরিভিত্তিতে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তার পরেও উন্নতির লক্ষণ দেখা যায়নি, এবং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।” 


দিল্লির সেনা হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। সকালে তাঁর পুত্র অভিজিৎ মুখার্জি জানিয়েছিলেন, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। তবে ৯৬ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলেই জানা গেছে। বিকেলের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, অবস্থার অবনতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির।