সেপ্টেম্বরে কোন কোন দিন লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর



করোনা আবহ থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে রাজ্য, দেশ। আনলক ৩ চলাকালীন আগস্ট মাসে নির্দিষ্ট কয়েকটি দিনে পশ্চিমবঙ্গে সম্পুর্ন লকডাউন ছিল। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক ৪। এরই মধ্যে বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর বাংলায় সম্পুর্ন লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী তারিখ গুলো পরে ঘোষণা করা হবে।


এছাড়াও তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার ও রেল কর্তৃপক্ষ রাজী থাকলে আগামী সেপ্টেম্বর মাসে থেকে নিরাপদ স্বাস্থ্যবিধি ও সোশ্যাল ডিস্ট্যান্স মেনে মেট্রো রেল ও লোকাল ট্রেন চলাচল করতে পারে। 


যদিও স্কুল-কলেজ নিয়ে এখনই ভাবছে না রাজ্য। ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।