করোনা সংক্রমনের মধ্যে রক্ত সংকট মেটাতে এবং মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। 


করোনা আবহে তৃণমূলের রক্তদান শিবির



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

রক্তদান জীবন দান আরে জীবন দান কে সামনে রেখে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল এক নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস কমিটি প্রশাসনের নিয়ম মেনে পূর্ব বর্ধমান জেলার রায়না বোকরা বাসষ্ট্যান্ড এলাকায় কৃষ্টি বিয়েবাড়িতে স্বেচ্ছায় রক্তদান করেন বেশ কয়েকজন মানুষ। রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন বিধায়ক নেপাল ঘুড়ুই,পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্যরা।



এদিন স্বেচ্ছায় রক্ত দান শিবিরের বিধায়ক নেপাল ঘুড়ুই বলেন আজ ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্লাড ক্যাম্প এর মধ্য দিয়ে মানুষের পাশে থাকার উদ্যোগ নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বিধায়ক বলেন 



এই সময়ে গোটাবাংলা সহ সারা পৃথিবীর মানুষ করোনা সংকটের মধ্য দিয়ে আছে।অনেক মানুষ বড় সমস্যায় থাকেন রক্তের জন্য।সেসমস্ত দুঃস্থ মানুষদের পাশে থাকতে আজ আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির।এদিনের সিবির প্রায় ৫০জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।



পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতির রাসবিহারী হালদার বলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রশাসনিক সমস্ত নির্দেশিকা মেনে আজ রায়না এক ব্লকের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করা হয়েছে।