জম্মু-কাশ্মীরে শহীদ জাওয়ান এনকে রাজীব থাপা'র মূর্তি স্থাপিত হল বৃহস্পতিবার। 

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ 

২০১৯ সালের ২৩শে আগস্ট জম্মু-কাশ্মীরের নওশেরা সেক্টরে কর্তব্যরত থাকার সময় তাঁর মৃত্যু হয়। শহীদ এনকে রাজীব থাপার মৃত্যুর পর তাঁর পরিবারের পরিজন এবং এলাকার মানুষরা মিলে তাঁর বীরত্ব এবং স্মৃতিরক্ষার জন্য মূর্তি নির্মাণ কমিটি গঠন করেন।এদিন শহীদ এনকে রাজীব থাপা স্ট্যাচু নির্মাণ কমিটির পক্ষ থেকে কালচিনি ব্লকের মেচপাড়া ৮ নং ডিভিশনে স্থাপন করা হয়।বাইক র‍্যালি করে তাঁর নির্মীয়মান মূর্তি নিয়ে আসা হয়।এরপর করোনা বিধি মেনে ভূমিপূজাও অনুষ্ঠিত হয়।তারপর স্থাপন করা হয় শহীদ জাওয়ান এনকে রাজীব থাপা'র মূর্তি।


মূর্তি স্থাপনের সময় "বন্দে মাতেরম" এবং "ভারত মত কি জয়" মন্ত্রে মন্ত্রমুগ্ধ হয়ে যায় সম্পূর্ণ এলাকা।আগামী রবিবার অর্থাৎ ২৩ শে আগস্ট তাঁর মৃত্যু বার্ষিকীতে মূর্তি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা সহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবে বলে খবর।