Latest News

6/recent/ticker-posts

Ad Code

হেমতাবাদকান্ডে তীব্র আক্রমণ পুলিশকে- বি.জে.পি. রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

হেমতাবাদকান্ডে তীব্র আক্রমণ পুলিশকে- বি.জে.পি. রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


আজ জলপাইগুড়িতে এলেন বি.জে.পি. রাজ্য সভাপতি,দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি জানান, আজ জন্মাষ্টমী, আজ শ্রীকৃষ্ণের জন্মদিবস। এই শুভ সন্ধিক্ষণে তিনি জলপাইগুড়িতে এসেছেন এবং জলপাইগুড়ি বি.জে.পি. কর্মীবৃন্দ সমাবেশে শ্রীকৃষ্ণের পুজোর আয়োজন করা হয়। তিনি এই পুজোতে উপস্থিত থাকতে পেরে বিশেষ আনন্দিত। তিনি এটাও জানান যে, এবছর মহামারীর প্রভাব রয়েছে দেশজুড়ে। তবে, এরমধ্যেও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা থেকে তিনি বিরত থাকতে চাননি, তাই জলপাইগুড়িতে এই জন্মাষ্টমী পুজোতে তিনি উপস্থিত থেকেছেন। 

হেমতাবাদের ঘটনাপ্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন যে, তিনি প্রয়াত বি.জে.পি. বিধায়ককে শ্রদ্ধাঞ্জলী দিতে গেলে তার বিরুদ্ধে থানায় এফ.আই.আর. দায়ের করেছে, তবে এবিষয়কে তিনি বিশেষ গুরুত্ব দিতে চাননি। দিলীপ ঘোষের কথায় তিনি যা কিছুই করতে যাবেন, পুলিশ তার বিরুদ্ধাচরণ করবেই। 


তবে, আজ জলপাইগুড়ি বি.জে.পি. কর্মী সহযোগে বি.জে.পি. রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code