অস্ত্রগুরু হেমচন্দ্রের মূর্তি তে মাল্যদান করলেন দুই শিক্ষক
শচীন পাল: ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের অস্ত্রগুরু হেমচন্দ্র দাস কানুনগোর জন্মদিন ১২ই জুন নাকি ৪টা আগষ্ট এই নিয়ে বিতর্ক রয়েছে। অস্ত্রগুরুর জন্মস্থান রাধানগর ও বেলদা এলাকায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে মঙ্গলবার ৪ঠা আগষ্ট অস্ত্রগুরুকে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। কিন্তু দুপুর পর্যন্ত মেদিনীপুর শহরের কেরানীতলায় অস্ত্রগুরুর মূর্তিতে কেউ মাল্যদান করেননি বলে দুঃখ প্রকাশ করে ফেসবুক পোষ্ট করেন বেলদার শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র।
বিকেলে সেই পোস্ট নজরে পড়ে চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়ার। বৃষ্টি ভেজা বিকেলে তিনি মহিষাগেড়া মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাসকে সঙ্গে নিয়ে কেরানীতলাতে হেমচন্দ্র কানুনগোর মুর্তিতে মাল্যদান করে আসেন।
সুদীপ বাবু বলেন, 'জন্মদিন নিয়ে এই বিতর্কের অবসান হওয়া প্রয়োজন, পাশাপাশি মূর্তির চারধারে যেভাবে বিভিন্ন দলের দলীয় পতাকা ও বিজ্ঞাপন টাঙানো হয় সেগুলো বন্ধ হলে ভালো হয়, নিদেনপক্ষে কর্মসূচি হয়ে যাওয়ার পর পতাকা বা বিজ্ঞাপন খুলে ফেলা দরকার।' সুদীপবাবু আরও জানান, 'তাঁদের মাল্যদানের আগেই অন্য কেউও মাল্যদান করে গিয়েছিলেন,তাঁরা তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊