Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধুকরীর উদ্যোগে তপশিয়ায় রাখীবন্ধন ও মাস্ক বিতরণ

মাধুকরীর উদ্যোগে তপশিয়ায় রাখীবন্ধন  ও  মাস্ক বিতরণ

শচীন পাল, ঝাড়গ্রাম: সংস্কৃতি চর্চার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা সংস্থা মাধুকরীর উদ্যোগে পালিত হলো রাখী বন্ধন উৎসব। রাখী বন্ধনের পাশাপাশি মাস্ক বিলির মাধ্যমে সচেতন করা হলো জণগনকে। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং ওসি সৌরভ ঘোষের নেতৃত্বে  সাংস্কৃতিক চর্চা ও থানা এলাকায় সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমের আরোও প্রসারের লক্ষ্যে গোপীবল্লভপুর ২ নং ব্লক এলাকায় সংস্কৃতিমনস্ক ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা "মাধুকরী" সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সোমবার বেলিয়াবেড়া থানা এলাকার তপশিয়া চকে অনুষ্ঠিত হলো রাখী বন্ধন উৎসব।

 পথচলতি জণগনের হাতে রাখী পরিয়ে দেওয়ার পাশাপাশি এদিন সংস্থার তরফে করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে মাস্ক বিতরণ করা হয়।এদিননের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রম জেলার ডি এস পি দেবরাজ ঘোষ ,থানার ওসি সৌরভ ঘোষ, সমাজসেবী শিব পাণিগ্রাহী, বিশ্বজিৎ পাল বিষ্ণুপদ ভুঁইয়া, শান্তনু পালোই, মুরলীধর বাগ, মানস সেনাপতি, সমীর নাথ,প্রতিভা সিং পাত্রসহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও মাধুকরী সংস্থার সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code