Latest News

6/recent/ticker-posts

Ad Code

আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ ট্রাম্পের


আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ ট্রাম্প

ওয়েবডেস্কঃ 

সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। শুরু হয়ে গেছে প্রচার। রিপাবলিকান পার্টির তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প-কে ঘোষণা করা হয়েছে। চারদিনব্যাপী দলীয় কনভেনশনের শেষ দিন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছে। এবারের আমেরিকার নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জো বাইডেন। 



হোয়াইট হাউসে সমাপনী ভাষনও দিয়েছেন ট্রাম্প। প্রতিপক্ষ জো বাইডেন-কে তীব্র ভাবে ভাষণে আক্রমণ করেন ট্রাম্প। এদিন ট্রাম্প বলেন, "এই নির্বাচন সিদ্ধান্ত নেবে আমরা অ্যামেরিকান স্বপ্নকে বাঁচাব কি না। জো বাইডেন অ্যামেরিকার আত্মার ত্রাণকর্তা নন। তিনি অ্যামেরিকার চাকরির ধ্বংসকারী এবং সুযোগ পেলে তিনি অ্যামেরিকান মাহাত্ম্য ধ্বংস করবেন।"



পাশাপাশি, ট্রাম্প আরও বলেন, " বামপন্থীরা শক্তি অর্জন করলে শহরতলিকে ধ্বংস করে দেবে, আপনাদের বন্দুক বাজেয়াপ্ত করবে।" এছাড়াও এদিন তিনি করোনার ভ্যাকসিন নিয়েও আশার আলো দেখান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code