মাস্ক, রাখি পরিয়ে অভিনব রাখিবন্ধন উৎসব পালন তৃণমূল কংগ্রেস কর্মীদের, মাস্ক বিলি করে সচেতনতার প্রচার


রবীন্দ্রনাথ বর্মন, সাতমাইল, ৩ আগস্ট : 

অন্যান্য বছরের তুলনায় এবারের রাখিবন্ধন সম্পুর্ন আলাদা। করোনার আবহে ভাই ও বোনের এই বন্ধনের দিনটাও কোনোমতে পালিত হচ্ছে। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তেও আজ অনুষ্ঠিত হচ্ছে এই রাখিবন্ধন উৎসব। সাতমাইল ফলিমারী গ্ৰামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কর্মীদের উদ্যোগে রাখির সঙ্গে হল সচেতনতার প্রচার।


করোনা আবহে ভাই ও বোনের বন্ধনের মাঝেও চলে এলো মাস্ক। মাস্কের অনুকরণে রাখি পরানো হল ওই এলাকায়। বন্ধন দৃঢ় হল মাস্ক–রাখির মাধ্যমে। এদিন পথচলতি মানুষ থেকে কর্মীরা, সবাইকে রাখি পরান। করোনার আবহেই বন্ধন দৃঢ় করতে মাস্ক ও চকলেট উপহার হিসেবে পেল ভাইয়েরা।


প্রতি বছর খুব ধুমধাম করে রাখি বন্ধন পালন হলেও এবছর মাস্ক বিলি করে এই উৎসব পালন করা হয়। পথচলতি সাধারন মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক সাথে সচেতনতার প্রচার।