Latest News

6/recent/ticker-posts

Ad Code

কুয়োতে মৃত্যু যুবকের



কুয়োতে মৃত্যু যুবকের

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

কুয়ো কাটতে গিয়ে মাটির চাপাপরে মৃত্যু হল  রণজিৎ রায় নামে বছর চল্লিশের এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর খর্গেস্বর পল্লী এলাকায়।


মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিবেশী জগদীশ হালদারে বাড়িতে কুয়ো কাটার কাজ করছিলেন  রণজিৎ রায় ও নেপাল দেবনাথ নামে দুই যুবক। কুয়োর ভিতরে হাটু গেড়ে বসে মাটি কাটছিল রণজিৎ। প্রায় দশফুটের মতো কুয়ো কাটার পর হঠাতই পাশে থাকা একটি পুরোনো কুয়োর নোংরা জল আসার সঙ্গে সঙ্গে ধস নামে নতুন কুয়োটির।

পুরোনো কুয়োর নোংরা জল ও মাটির তলায় চাপা পড়ে রণজিৎ।স্থানীয় দের তৎপরতায় দড়ি দিয়ে তোলার চেষ্টা করাহলে সে চেষ্টা ব্যর্থহয়।খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।দমকল বাহিনী আসার আগেই মই দিয়ে নিচে নামে স্থানীয় এক যুবক।রণজিৎের কোমরে দড়িবেধে তুলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় নেমে এলো শোকের ছায়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code