The Skin conformal sensor continuous monitoring of vital health parameters. 


বদলে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থার পুরানো পদ্ধতি। ন্যানো টেকনোলোজির মাধ্যমে পাতলা সেন্সর ত্বকের মধ্যে লাগিয়ে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন- নাড়ির স্পন্দন থেকে রক্তে শর্করার পরিমাণ সমস্ত খুঁটিনাটি বিষয়ে তথ্য জানাযাবে নিমেষেই। 

এখনো পর্যন্ত বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বড় বড় যন্ত্রপাতির প্রয়োজন হয়। এইসব যন্ত্রপাতি এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য। এছাড়া এই ধরণের যন্ত্রের সাহায্যে ২৪ ঘন্টা স্বাস্থ্যের নজরদারি করা সম্ভবও নয়। 


তবে ন্যানো টেকনোলোজির এই অভাবনীয় সাফল্যে এবার থেকে ২৪ ঘন্টাই স্বাস্থ্যের নজরদারি সম্ভব। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সের সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডঃ সৌরভ কুমার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ইন্সপায়ার ফ্যাকাল্টি এই বিষয়ে ফেলোশিপ পেয়েছেন। 

Join Our Whatsapp Group: link 

ডঃ কুমার বর্তমানে এমন একটি যন্ত্র নিয়ে কাজ করছেন যেটি পরিধান করে থাকা সম্ভব। অনেকে যেমন ত্বকের ওপর ট্যাটু বা উল্কি আঁকেন সেরকম অত্যন্ত পাতলা একটি সেন্সর ত্বকের মধ্যে লাগিয়ে রাখলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা যাবে। আরও পড়ুনঃ নির্বাচন কমিশন জারি করল সাধারণ নির্বাচন ও উপ নির্বাচনের একাধিক নয়া নিয়ম