২২  শ্রাবণ স্মরণে রবীন্দ্রনাথের মূর্তি চকে তৈরি করে ভাইরাল দিনহাটার শিক্ষক 




নিজস্ব সংবাদদাতা, ৭ আগস্ট:

স্যোশাল মিডিয়ায় ভাইরাল চকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। শিল্পী বিজন সরকার। বাড়ি দিনহাটা মহকুমার অন্তর্গত গোপালগঞ্জ গ্রামে। পেশায় তিনি একজন প্রাথমিক শিক্ষক। বালির ভাস্কর্য নির্মাণেও তিনি বেশ দক্ষ বলে জানা যায়। 


এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে চকের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবয়ব কে ফুটিয়ে তুলেছেন। 

এ বিষয়ে বিজন সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান " এধরনের কাজ আমাকে আনন্দ দেয় তাই আমি করে থাকি। সবার এটি ভালো লাগবে এজন্য সবাইকে ধন্যবাদ। "