CPIM-এর সারাভারত কৃষকসভার তরফ থেকে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ


কাজল দে, সংবাদ একলব্যঃ সোমবার সিপিআইএমের সারাভারত কৃষকসভার তরফ থেকে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ করা হলো। ধুপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও মাগুর্মারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দুটি পৃথক কর্মসূচির মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করা হয়।

উল্লেখ্য 1959 সালের 31 আগস্ট খাদ্যের দাবিতে কলকাতার রাজপথে নেমেছিল কয়েক লক্ষ মানুষ, সেই সময় তৎকালীন রাজ্য প্রশাসনের তরফ থেকে সেই আন্দোলন রুখে দেওয়ার জন্য চরম পদক্ষেপ নেওয়া হয়। সিপিএম নেতৃত্বের দাবি পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয় কয়েকশো দলীয় কর্মীর। আর এই বিশেষ দিনটিকে প্রতিবছর পালন করা হয়।

এবছর যেহেতু করোনার অতি মারি রয়েছে সেই কারণে সংগঠনের তরফ থেকে  বড় মাপের কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজ নিজ বুথে শহীদ স্মরণ করা হলো সংগঠন করে জানানো হয়েছে মেহনতী মানুষের স্বার্থে সারা ভারত কৃষক সভা তাদের আন্দোলন চালিয়ে যাবে