Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাম পূজাকে কেন্দ্র করে দিনভর পুলিশি টহলদারি!

রাম পূজাকে কেন্দ্র করে পুলিশি টহলদারি বর্ধমানে




সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান


অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস উপলক্ষে বর্ধমান শহরের ইছলাবাদ,উদায়পল্লি বারদুয়ারী গেট, কল্পতরু মাঠ এবং লোকো খালাসী পাড়া এলাকায় চলছে শ্রী শ্রী রামচন্দ্রের আরাধনা। রাম পূজাকে কেন্দ্র করে লক ডাউনের মধ্যে বিশাল অঙ্কের ভক্তের সমাগম না হয়, সেদিকে নজর রাখতে পথে নামলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

পূজোর স্থান গুলো ঘুরে দেখেন বর্ধমান সদর থানার আই সি পিন্টু সাহা, বর্ধমান সদর থানার সেকেন্ড অফিস্যার সহ বিশাল পুলিশ বাহিনী।রাম পূজো আয়োজকদের মধ্যে দেখা গেল বিশাল উদ্দীপনা। যদিও রাম মন্দির শিলান্যাসের বর্ধমানের অধিষ্ঠিত মন্দির মা সর্ব্বমঙ্গলা মন্দিরের জল এবং মৃত্তিকা পাঠানো হয়েছে অযোধ্যায়।


অযোধ্যায় রাম মন্দির শিলান্যাসের সময় ধরে পূজো পাঠ করা হয় বর্ধমানের রাম পূজোর অনুষ্ঠানে।বেলা ১১ টা নাগাদ পুজোয় বসলেও অযোধ্যায় শিলান্যাসের সময় ধরে চলে হোম যজ্ঞও। রাম পূজো উপলক্ষে খোল করতাল নিয়ে রেলি করতে দেখাগেছে রাম ভক্তদের। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code