Latest News

6/recent/ticker-posts

Ad Code

গার্গলেই জানা যাবে করোনা-পরীক্ষার ফল, নীতিগত সম্মতি দিল আইসিএমআর Gargled Water as Throat Swab for Covid-19 Test




গার্গলেই জানা যাবে করোনা-পরীক্ষার ফল, নীতিগত সম্মতি দিল আইসিএমআর 

Gargled Water as Throat Swab for Covid-19 Test, 


করোনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলছে ফলে বাড়ছে উদ্বেগ। ফলে টেস্টের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে জোর দিচ্ছে দেশ গুলি। কিন্তু টেস্টের জন্য নাক বা গলার লালারস সংগ্রহ করতে স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের খুব নিকটে যেতে হচ্ছে ফলে বাড়ছে সংক্রমিত হওয়ার সম্ভাবনা। আর তাই অন্য উপায় বের হয়েছে গবেষণায়। 


এক বিদেশী গবেষণায় জানা গেছে, গার্গল করলেই জানা যাবে কোভিড-১৯ আক্রান্ত কিনা। গত এপ্রিলে আন্তর্জাতিক গবেষণা পত্রিকা ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস-এ প্রকাশিত একটি প্রবন্ধে এমনটাই উল্লেখ করা হয়েছে। চিন, জাপান, আমেরিকার পাশাপাশি ইজরায়েলের বিজ্ঞানীরাও এনিয়ে গবেষণা করছেন।


আমেরিকার ইয়েল স্কুল অফ মেডিসিন-এর গবেষকদেরও দাবি, পরীক্ষায় তাঁরাও ভাল ফল পেয়েছেন।


ইজরায়েলের বিজ্ঞানীদের দাবি, গার্গল করে মুখের জল পাত্রে রেখে নমুনা নিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এক সেকেন্ডেরও কম সময়ে ফল জানা যায়। এমনকি খরচও অনেকটা কম। 


এবার সেই পথেই হাঁটছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। নীতিগত সম্মতি দিয়ে আইসিএমআর জানিয়েছে, এতে স্বাস্থ্য কর্মীদের সংক্রমণের আশঙ্কা কমবে, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা PPE কিটের প্রয়োজনীয়তা কমবে। পাশাপাশি, খরচও কমবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code