Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মৃত্যু নয় করোনা জয়- ডাঃ অভিজিৎ চৌধুরী Corona is not death, Corona is victory-Dr. Avijit Chowdhury



করোনা মৃত্যু নয় করোনা জয়-ডাঃ অভিজিৎ চৌধুরী 

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

করোনা মৃত্যু নয় করোনা জয়। কোভিড আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকতে স্থানীয় মানুষদের এবং স্থানীয় ক্লাবগুলোকে আহ্বান করল কোভিড কেয়ার নেটওয়ার্ক।বর্ধমান বিশ্ববিদ্যালয় সভা কক্ষে আজ এক আলোচনা সভায় এ কথা বলেন কোভিড কেয়ার নেটওয়ার্ক এর পক্ষ থেকে চিকিৎসক অভিজিৎ চৌধুরী।


আলোচনা সবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন করোনা মৃত্যু নয় করোনার জয়। করোনা থেকে ভালো হওয়া যায়, এর পাশাপাশি বেশ কিছু জিনিস আমাদের নজরে আছে যা ভীষণ দুঃখ জনক।পাশাপাশি ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। তা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোভিড আক্রান্ত আশেপাশে কনটেইনমেন্ট জোন করা হয়। সেখানে ভীষণভাবে বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় মানুষজন একদম বেরোতে পারছেন না।তিনি বলেন ভাইরাসের সাথে আমরা লড়বো কিন্তু মানুষের সাথে নয়।

তিনি আরও বলেন, ভাইরাসে সাথে আমরা লড়বো কিন্তু মানুষগুলোকে আহত করে জেলখানায় পুরে দিয়ে ভাইরাসের সাথে লড়াই শক্তিশালী হবে না সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে কোভিড লড়াইটাকে শক্তিশালী করতে হবে। বাসের ব্যারিকেড না দিয়ে যদি অন্য কোন পদ্ধতিতে সংবেদনশীল ভাবে কোভিড কে চিহ্নিত করা যায় সে বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code