রঙিন টিভি আমদানির উপরে কড়া বিধিনিষেধ কেন্দ্রের, ফের চাপে পড়তে চলেছে চিন
পূর্ব লাদাখের গালওয়ানে ভারত-চিন সীমান্তে ভারতীয় ও চিনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পরেই যেমন নড়েচড়ে কেন্দ্র তেমনি সাধারন মানুষও ধীরে ধীরে চিনা পণ্য বর্জন করতে শুরু করেছে। ইতিমধ্যে, বেশকিছু অ্যাপ সুরক্ষা ও সার্বভৌমত্বের কথা বলেই নিসিদ্ধ করেছে কেন্দ্র। অন্যদিকে, এবার চিনা রাখির থেকে দেশিয় রাখির দিকেই ঝুঁকেছে মানুষ। আর এবার ভারতে রঙিন টিভি আমদানির উপরে কড়া বিধি-নিষেধ আরোপ করা হল কেন্দ্রের তরফে।
সরকারের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ভারতীয় গ্রাহকরা কম দামের মধ্যেই আরও উন্নত মানের টিভি পেয়ে যাবেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, এবার থেকে রঙিন টিভি ভারতে আমদানি করতে হলে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অন্তর্গত ডিজিএফটি থেকে লাইসেন্স নিতে হবে। এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ৩৬ থেকে ১০৫ সেন্টিমিটার পর্দাবিশিষ্ট রঙিন টিভি সেট এবং ৬৩ সেন্টিমিটার এর কম দৈর্ঘ্যের পর্দাবিশিষ্ট এলসিডি টিভি সেট আমদানি করতে হলে আমদানি কারকের লাইসেন্স লাগবে।
বর্তমানে চিন, ভিয়েতনাম, মালয়েশিয়া, হংকং, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি এবং থাইল্যান্ড থেকে ভারতে রঙিন টেলিভিশন আমদানি করা হয়। গত আর্থিক বছরে, ভারতে ৭৮১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টিভি আমদানি করা হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র চিন এবং ভিয়েতনাম থেকেই আমদানি করা হয় যথাক্রমে ২৯৩ মিলিয়ন এবং ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের রঙিন টিভি। তাই যদি এই নতুন নির্দেশিকা সঠিকভাবে কাজ করে তবে ভারতের নিজস্ব টিভির বাজার খুব ভালোভাবে উন্নতি করার সুযোগ পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আর এতে ফের চাপে ফেলা যাবে টিভি রপ্তানীকারী চিনকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊