BREAKING NEWS: ১৮০ জন যাত্রী সহ ভয়াবহ দূর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমান
- কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহি বিমান মাটিতে আছড়ে পরে। জানা গিয়েছে, দুবাই থেকে আসছিল বিমানটি। ওই বিমানে মোট ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময়ে পিছলে যায় বিমানটি। দু'জন পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণেই এই বিপর্যয়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ যখন প্লেনটি ল্যান্ড করছিল, তখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। প্লেনটি কয়েকটি টুকরো হয়ে গিয়েছে। প্লেনের সামনের অংশটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
#UPDATE Teams of National Disaster Response Force (NDRF) are being rushed to Karipur Airport where the Dubai-Kozhikode flight skidded off the runway, for search & rescue: NDRF Director General SN Pradhan https://t.co/XbEAw2GA4o— ANI (@ANI) August 7, 2020
তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুর জানিয়েছেন, ২ জন পাইলটই মারা গিয়েছে। তবে ১৭৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৪০ জন যাত্রী গুরুতর আহত। আরও ২ জন যাত্রীও মারা গিয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর।
কোঝিকোড় বিমানবন্দর ম্যাঙ্গালুরুর মতোই টেবিলটপ এয়ারপোর্ট। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। বিমানবন্দর সূত্রের খবর, কপাল ভাল প্লেনটিতে আগুন লেগে যায়নি। এত বড় দুর্ঘটনায় সে ঝুঁকি ছিল পূর্ণমাত্রায়।
বিস্তারিত আসছে.......
বিস্তারিত আসছে.......
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊