সরকারি দপ্তরে 6 দফা দাবি নিয়ে ডেপুটেশন ABVP-র


কাজল দে, সংবাদ একলব্যঃ রাজ্যজুড়ে এবিভিপির 6 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন বিভিন্ন সরকারী দপ্তরে, ঠিক একই ভাবে এদিন ধূপগুড়ি এবিভিপির সমর্থকরা ডেপুটেশন দিলেন ধূপগুড়ি পৌরসভাতেও, উল্লেখ্য নারী সূরক্ষা ও ধর্ষণ রুখতে এমনকি কলেজ ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের সুরক্ষার থেকে ডেপুটেশন দেওয়া হয় ।
এবিভিপি সদস্যরা জানান সমগ্র রাজ্যজুড়ে আজ এই ডেপুটেশন দেওয়া হয় এমনকি সরকারি বিভিন্ন মহলে প্রধান, উপ-পৌরপ্রধান, (B.D.O) থানা, এমনকি পৌরসভাতেও ডেপুটেশন দেওয়া হয়। তারা আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা হয়ে নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে পারছেন না, নারী সুরক্ষার একটা ব্যবস্থা করা দরকার এই বিষয়ে আমাদের এই রাজ্যজুড়ে ডেপুটেশন দেওয়া।