তনুময় দেবনাথ, সংবাদ একলব্যঃ

আজ প্রকাশিত হবে এবছরের ২০২০ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। বেলা ৩:৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা হবে। 

বিকেল ৪ টে থেকে ছাত্র ছাত্রীরা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট ছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবে। মোবাইল এপ্লিকেশন ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবে।



নীচের যে কোন ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল-
পরীক্ষা গত ১২ই মার্চ শুরু হয়। ২৭ শে মার্চ পর্যন্ত পরীক্ষা চলার কথা থাকলেও কোভিড ১৯ সংক্রমণ নিয়ন্ত্রনে সরকারি নির্দেশিকার জেরে ২১ শে মার্চ পরীক্ষা স্থগিত হয়ে যায়। 



রাজ্য সরকার ২, ৬ ও ৮ ই জুলাই বাকি পরীক্ষার বিকল্প দিন ঘোষণা করলেও, কোভিড সংক্রমণ নিয়ে সতর্কতার জেরে তাও বাতিল হয়ে যায়। ছাত্রছাত্রীরা দেওয়া পরীক্ষায় যে বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, সেই নম্বরটিকেই বাতিল পরীক্ষার নম্বর হিসেবে গণ্য করা হবে বলে সংসদ জানিয়েছে। 

এ বছর ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আগামী ৩১ শে জুলাই সংসদের ৫২ টি বিতরণ কেন্দ্র থেকে পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র বিতরণ করা হবে। ছাত্র ছাত্রীদের হাতে না দিয়ে পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র অভিভাবক- অভিভাবিকাদের হাতে দেওয়া হবে।