উত্তরের গুণী সুজন সুবীর দাস
শুভাশিস দাশ
উত্তরের সংগীত অঙ্গনের এক অন্যতম নাম সুবীর দাস । শৈশব থেকেই গানের আবহে বেড়ে ওঠা । বাবা প্রখ্যাত সংগীত শিল্পী সুনীল দাসের যোগ্য উত্তরসূরি সুবীর দাস ।
একসময় মঞ্চ কাঁপিয়ে মান্না দের গান করতেন । আজও কোন মঞ্চে তাঁর অনুরোধ আসে মান্না দে র গান করার ।
সুবীর সব ধরনের গান সাবলীল ভাবে করে । রবীন্দ্র , নজরুল , লোকগীতি আধুনিক সব শাখা তেই তাঁর অবাধ বিচরণ । চাকরির সুবাদে বাইরে কাটলেও অবসর জীবনে তিনি তাঁর পৈতৃক ভিটা দিনহাটায় বসবাস করছেন । আজও নিমগ্ন হয়ে রয়েছেন সংগীত সাধনায় । সুবীর দাস আমাদের আরো অনেকদিন গান শোনান এই কামনা রইলো আমাদেরও ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊