নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার ঃ 

করোনা অতিমারীর যুযুধান সমাধানে ব্যস্ত দেশ বিদেশের বৈজ্ঞানিকরা।সাধারণ মানুষের করণীয় মাস্ক ব্যবহার,সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত স্যানিটাইজ করাই এখন উপযুক্ত নিদান। দীর্ঘ লক দাউন কাটিয়ে কেন্দ্র সরকার আনলকের পথে হাঁটলেও সংক্রমণের দিকে নজর দিয়ে রাজ্যের তরফে একাধিক জায়গায় লক ডাউন চলছে এখনও। ফলে কর্মহীন মানুষ। এই দুর্দিনে সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশাপাশি সংশোধনাগারে থাকা এবং কর্মরত মানুষদের কথা ভেবে মানবিক ভাবনা নিয়ে এগিয়ে এলো টাউন ব্লক তৃণমূল কংগ্রেস।

সোমবার আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা সংশোধনাগারের জেলারের হাতে প্যাডেল স্যানিটাইজার মেশিন ও মাস্ক তুলে দেওয়া হয়।সংগশোধনাগারে থাকা কয়েদি ও তাদের তদারকিতে থাকা পুলিশ কর্মীরা যাতে এই অতিমারী থেকে নিজেদের রক্ষা করতে পারে সেজন্য এই উদ্যোগ টাউন ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।

এদিনের এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন আলিপুরদুয়ার জেলার সাধারন সম্পাদক সঞ্জিত ধর, বার অ্যাসোসয়েশনের এর সেকরেটারি সুরিৎ মজুমদার, যুব সভাপতি বাবলু কর,টাউন ব্লক কার্যকরী সভাপতি দেবব্রত অধিকারি,টাউন ব্লক সভাপতি দিবাকর দাস সহ অন্যান্য নেতৃত্ব।