Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্যোসাল মিডিয়ার মাধ্যমে কোর্টের সমন ও নোটিশ পাঠানো যেতে পারে-সুপ্রীম কোর্ট


ওয়েব ডেস্কঃ 

করোনাভাইরাস মহামারীর জেরে জমায়েত এড়ানোর নিদান মেনে চলতে হচ্ছে সকলেকে। এর ফলে একাধিক কাজকর্ম চলছে নেটের মাধ্যমে। এবার সেই পথ বেছে নিল সুপ্রিম কোর্ট। এই অতিমারির মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমকেই কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে শীর্ষ আদালত। এখন থেকে ইমেল, ফ্যাক্স এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোর্টের সমন  ও নোটিশ পাঠানো যেতে পারে, শুক্রবার সুপ্রিম কোর্ট  একথা জানিয়েছে। 

শীর্ষ আদালত বলেছে, "এটি আমাদের নজরে আনা হয়েছে যে নোটিশ, সমন, আবেদন পরিষেবাগুলির জন্য ডাকঘরের পক্ষে করোর বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। উপরোক্ত সমস্ত পরিষেবা ইমেল, ফ্যাক্স এবং হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো যেতে পারে।" 

বিচারপতি এ এস বোপান্না ও আর সুভাষ রেড্ডির সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, "দুটি নীল টিক মানে হল যাকে নোটিশ পাঠানো হয়েছে তিনি নোটিশ দেখেছেন।"

মহামারীজনিত কারণে হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে আপিল দায়েরের সময়সীমা বাড়ানো সংক্রান্ত একটি আবেদনের শুনানির সময় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code