সাতদিনের লক ডাউন দার্জিলিংয়ে

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং ঃ 

দিনের পর দিন বাড়ছে করোনা। রাজ্যের করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক তাই নবান্নের পক্ষ থেকে সপ্তাহে দুদিন লক ডাউন করার ঘোষণা করা হয়েছে। আগামী বুধবারও রয়েছে সাপ্তাহিক লক ডাউন। এদিকে, বিভিন্ন জায়গায় করোনা পরিস্থিতির ওপর বিচার করে জারি হচ্ছে লক ডাউন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রবিবার থেকে পাহাড়ও শুরু হচ্ছে লকডাউন।


আজ থেকে ৭ দিন সম্পূর্ণ লকডাউন পালন করা হবে দার্জিলিং-এ। জানা গেছে, দার্জিলিং জেলার দার্জিলিং, মিরিক, কার্শিয়াং পুরসভায় বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে তাই এই সব এলাকায় ৭ দিনের লক ডাউন করা হয়েছে। ওই তিন পুর এলাকার বাজারঘাট-সহ অফিস-আদালত সব বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা চালু থাকবে ও খাদ্যপণ্যের গাড়িও চলাচল করবে। বাকি গ্রামীণ এলাকা খোলা থাকবে। 

তবে পাহাড়ের ৫টি বাজার বন্ধ থাকছে। এগুলি হল সুখিয়াপোখরি, পোখরেবং, সুকনা, তিনধারিয়া ও বিজনবাড়ি।